চীনের সাংহাইয়ের কারখানায় বেশিরভাগ গাড়ি উত্পাদন বন্ধ করে দিয়েছে টেসলা। যন্ত্রাংশ সংকটের কারণে আজ মঙ্গলবার কারখানাটিতে গাড়ি উত্পাদন কয়েকশ ইউনিটে নামিয়ে আনা হয়েছে। একটি অভ্যন্তরীণ মেমোর বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।


কভিড-১৯ মহামারীর শুরু থেকেই সংকটপূর্ণ সময় পার করছে অটোমোবাইল শিল্প। চিপ ও যন্ত্রাংশ ঘাটতির কারণে বার বার উত্পাদন বন্ধ করতে বাধ্য হয়েছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে আবার চীনে লকডাউনের মতো বিধিনিষেধে পুরোপুরি বন্ধ করতে হয়েছে কারখানা। এ বিধিনিষেধের কারণে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির সাংহাইয়ের কারখানা ২২ দিন বন্ধ ছিল।


এরপর গত ১৯ এপ্রিল কারখানাটি চালু করা হয়। চালুর প্রথম দিকে প্রতিদিন গড়ে ১ হাজার ২০০ ইউনিট গাড়ি তৈরি করা হতো। কিন্তু মঙ্গলবার সেই উত্পাদন ২০০ ইউনিটেরও কম গাড়িতে নামিয়ে আনা হয়েছে।

বণিক বার্তা