চীনের বৈদেশিক বাণিজ্য আরো দুর্বল হয়েছে। কয়েক মাস ধরেই দেশটির আমদানি-রফতানি বাণিজ্য ধীর ছিল। এপ্রিলে এটি আরো শ্লথ হয়েছে। বিশেষ করে চীনা পণ্যের রফতানি প্রবৃদ্ধিতে ব্যাপক পতন হয়েছে। গত মাসে দেশটির রফতানি আয় বেড়েছে মাত্র ৩ দশমিক ৯ শতাংশ। যেখানে মার্চেও রফতানি প্রবৃদ্ধির হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে এ সময়ে অপরিবর্তিত রয়েছে আমদানি ব্যয়। খবর রয়টার্স।

সম্প্রতি প্রকাশিত কাস্টমস ডাটা অনুসারে, এপ্রিলে ২৭ হাজার ৩৬২ কোটি ডলারের পণ্য রফতানি করেছে চীন। অর্থের হিসাবে রফতানির এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেশি। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা ৩ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। এপ্রিলে রফতানি প্রবৃদ্ধির হার ২০২০ সালের জুনের পর সবচেয়ে কম। রফতানি প্রবৃদ্ধি কমার পেছনে বিশ্লেষকরা কঠোর ও বিস্তৃত কভিডজনিত নিষেধাজ্ঞায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়া, সরবরাহ ব্যবস্থা ব্যাহত ও অভ্যন্তরীণ চাহিদার পতনকে দায়ী করেছেন।

বণিক বার্তা