পিভট পয়েন্ট হিসাব করার অনেক নিয়ম আছে। সব থেকে কমন নিয়ম হল গড় সিস্টেম। এখানে গতকালের সর্বোচ্ছ প্রাইস এবং সর্বনিম্ন প্রাইসের গড়কে পিভট হিসেবে ধরা হয়ে থাকে। তবে সাধারণত এত কষ্ট করে কেউ পিভট হিসেব করে না। সবাই কম বেশি ইডিকেটর ব্যবহার করে থাকে।