যে ক্যান্ডেল ক্লোজ হয়েছে সেটার হাই প্রাইস এবং লো প্রাইসের গড় হলো পিভট পয়েন্ট। অর্থাৎ আপনি যখন পিভট পয়েন্ট নির্নয় করবেন সেটা ক্লোজড ক্যান্ডেলের মাঝামাঝি এসে পড়বে। আপনি পিভট পয়েন্ট ব্যবহার করে ট্রেড করতে পারেন। এতে আশা করি ভালো ফল পাবেন। আপনি ১দিন কিংবা ১সপ্তাহ অথবা ৪ঘন্টার ক্যান্ডেলও ব্যবহার করতে পারেন।আসলে পিভট পয়েন্ট বলতে বুঝায় যে ক্যান্ডেলটি ইতিমধ্যে শেষ বা ক্লেজ হয়েছে তার সাপোর্ট লেভেল এবং রেজিস্ট্যান্স লেভেলের গড় পাইজকে বুঝায় আর আপনি যদি এটি যথার্থ ভাবে নিনর্য় করে মাঝামাঝি জায়গা থেকে আবারও ট্রেড শুরু করতে পারেন তা হলে আপনি প্রফিট করতে পারবেন আশা করা যায়।