চলতি বছরে স্মার্টফোন বিক্রি ২০ কোটি ইউনিট কমতে পারে। সম্প্রতি এমন আশঙ্কার কথা ব্যক্ত করে চীনভিত্তিক শীর্ষ চিপ নির্মাতা কোম্পানি সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল করপোরেশন (এসএমআইসি)। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীনে সাম্প্রতিক করোনা লকডাউনের প্রভাবে স্মার্টফোন ও পিসির বাজারে এ নেতিবাচক প্রভাব পড়বে। খবর রয়টার্স।

প্রথম প্রান্তিকের আয়-ব্যয়ের উপাত্ত প্রকাশ শেষে এসএমআইসির সিইও ঝাও হাইজুন বলেন, বৈশ্বিক চিপস্বল্পতা, স্মার্টফোন, পিসি ও গৃহস্থালি পণ্যের ব্যাপক চাহিদায় গত কয়েক প্রান্তিকে চিপ সরবরাহে হিমশিম খাচ্ছিল এসএমআইসি। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং চীনে সাম্প্রতিক লকডাউনের ফলে অনেকে ক্রেতা ক্রয়াদেশ বাতিল করছেন।

বিশ্লেষকদের কাছে হাইজুন বলেন, চলতি বছরে স্মার্টফোনের চাহিদা অন্তত ২০ কোটি ইউনিট কমবে। এতে ভুক্তভোগী স্থানীয় চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানিগুলো। সাম্প্রতিক দিনগুলোয় লক্ষণীয় পরিমাণে ক্রয়াদেশ বাতিল হচ্ছে।

স্মার্টফোন ও পিসি বিক্রি হ্রাসের সম্ভাবনায় এসএমআইসির উৎপাদন সক্ষমতা ২৯ শতাংশে নেমে আসছে। গত কয়েক প্রান্তিকে বৈশ্বিক চিপের চাহিদার পরিপ্রেক্ষিতে এসএমআইসির উৎপাদন সক্ষমতা ৫০ শতাংশ ছুঁয়েছিল।

বণিক বার্তা