দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফরে রাজনৈতিক ও বাণিজ্যিক সফলতা দেখিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সফরের শেষ দিনে দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানি হুন্দাইয়ের কাছ থেকে যুক্তরাষ্ট্রে বৈদ্যুতিক গাড়ি (ইভি) নির্মাণ ও এ-সংক্রান্ত প্রযুক্তিতে ১ হাজার কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি আদায় করেছেন তিনি। খবর এপি ও কোরিয়া হেরাল্ড।

জাপানের উদ্দেশে দক্ষিণ কোরিয়া ত্যাগের আগে হুন্দাইয়ের কারখানা পরিদর্শন করেন বাইডেন। এ সময় তিনি হুন্দাইয়ের সিইও ইউসিয়ান চুংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। জর্জিয়ায় একটি বৈদ্যুতিক গাড়ি ও ব্যাটারি কারখানা স্থাপনে ৫৫০ কোটি ডলার বিনিয়োগের অঙ্গীকার করেন তিনি। স্বচালিত গাড়ি ও অন্যান্য প্রযুক্তির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) আরো ৫০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনার কথা জানান হুন্দাই সিইও।

পৃথক এক ঘোষণায় গত সপ্তাহে হুন্দাই মোটর জানায়, দক্ষিণ কোরিয়ায় ইভি ব্যবসা সম্প্রসারণে ২০৩০ সালের মধ্যে ২১ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৬৪৩ কোটি ডলার বিনিয়োগ করবে তারা। ২০৩০ সালের মধ্যে ১৭টি নতুন মডেলের ইভি আনবে হুন্দাই মোটর। এছাড়া তাদের সাবসিডিয়ারি কিয়া মোটরও ২০২৭ সালের মধ্যে ১৪টি ইভি আনার পরিকল্পনা করছে।

বণিক বার্তা