জ্বালানি তেলের ওপর থেকে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শনিবার পেট্রল-ডিজেলের ওপর থেকে শুল্কহার কমানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। পাশাপাশি গ্যাসেও ভর্তুকি দেয়ার কথা ঘোষণা করা হয়।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পেট্রলে ৮ রুপি ও ডিজেলে ৬ রুপি শুল্ক কমানো হয়েছে। ফলে পেট্রলে লিটারপ্রতি দাম কমবে সাড়ে ৯ রুপি। আর ডিজেলে দাম কমবে লিটারপ্রতি ৭ রুপি করে। অর্থাৎ রোববার থেকে দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম ১০৫ দশমিক ৪১ রুপির পরিবর্তে হয়েছে ৯৬ দশমিক ৭২ রুপি। ডিজেলের দাম ৯৬ দশমিক ৬৭ রুপির পরিবর্তে ৮৯ দশমিক ৬৭ রুপিতে দাঁড়িয়েছে।

যদিও শুল্কহার কমানো সত্ত্বেও মুম্বাইতে পেট্রল বর্তমানে লিটারপ্রতি ১১১.৩৫ রুপি এবং ডিজেল প্রতি লিটার ৯৭.২৮ রুপিতে বিক্রি হচ্ছে। দেশের চারটি মেট্রো শহরের তুলনায় মুম্বাইয়েই এখন দাম সবচেয়ে বেশি রয়েছে। দেশটির ভিন্ন রাজ্যে ট্যাক্সের ভিন্নতার কারণে জ্বালানির দামে ভিন্নতা দেখা যায়।

বণিক বার্তা