গ্রাহকদের পরিষেবায় প্রতিনিয়ত উন্নত প্রযুক্তির টুল যুক্ত করছে গুগল। এর অংশ হিসেবে এবার ইন্টারভিউ ওয়ার্মআপ নামে নতুন ওয়েবসাইট নিয়ে এসেছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। মূলত চাকরির সাক্ষাত্কারের জন্য প্রার্থীদের প্রস্তুতি গ্রহণে এটি চালু করা হয়েছে। খবর গ্যাজেটসনাউ।

প্রতিষ্ঠানটি মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার করছে। ফলে ওয়েবসাইটটি থেকে প্রার্থীরা সাক্ষাত্কারের জন্য সহজ নির্দেশনা পাওয়ার মাধ্যমে চাকরির জন্য নিজেদের তৈরি করতে পারবে। টুলটি প্রার্থীদের দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জনের জন্য চাকরিসংক্রান্ত প্রশ্নোত্তর চর্চার সুযোগ দেয়। টুলটি মূলত গুগলের ক্যারিয়ার সার্টিফিকেট প্রশিক্ষণের জন্য তৈরি করা হয়েছিল। বর্তমানে এটি ব্যবহারের মাধ্যমে যে কেউ চাকরির সন্ধান করতে পারবে।

ফিচারটি গ্রো গুগলের একটি অংশ। এর মাধ্যমে যারা ডাটা অ্যানালিটিকস, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ইউএক্স ডিজাইন, ই-কমার্স ক্ষেত্রে ক্যারিয়ার তৈরি করতে চান, তারা মূল প্রশ্ন চর্চার পাশাপাশি অন্যান্য বিষয়ে ধারণা নিতে পারবে এবং ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে পারবে।

বণিক বার্তা