ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেশন অধিগ্রহণ করতে চায় চিপ নির্মাতা কোম্পানি ব্রডকম। কয়েক দিন ধরে এ নিয়ে জোর গুঞ্জন চলছিল। সম্প্রতি ব্রডকম নিশ্চিত করেছে যে ৬ হাজার ১০০ কোটি ডলারে তারা ভিএমওয়্যার অধিগ্রহণ করেছে। ভিএমওয়্যার অধিগ্রহণের ফলে জনপ্রিয় অসংখ্য কম্পিউটিং টুল ব্রডকমের নিয়ন্ত্রণে আসছে। এছাড়া চলতি বছর দ্বিতীয় বৃহৎ অধিগ্রহণ হতে যাচ্ছে এটি। এর আগে ৭ হাজার ৫০০ কোটি ডলারে ভিডিও গেম কোম্পানি অ্যাক্টিভিশন ব্লিজার্ড কিনে নেয় মাইক্রোসফট।
ভিএমওয়্যার অধিগ্রহণের মাধ্যমে ব্রডকমের ব্যবসায় বৈচিত্র্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডাটা সেন্টার প্রযুক্তি ও ক্লাউড কম্পিউটিংয়ে গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে আবির্ভূত হতে চায় ব্রডকম। সেমিকন্ডাক্টর থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যারের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। গত চার বছরে দুটি বৃহৎ অধিগ্রহণ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। এর মধ্যে ১ হাজার ৮৯০ কোটি ডলারে অধিগ্রহণ করেছে সিএ টেকনোলজিস। এছাড়া সিমানটেক করপোরেশনের সিকিউরিটি ডিভিশন অধিগ্রহণ করে ১ হাজার ৭০ কোটি ডলারে।
বিশ্বব্যাপী পাঁচ লাখের বেশি গ্রাহক রয়েছে ভিএমওয়্যারের। এছাড়া অ্যামাজন, মাইক্রোসফট, গুগলসহ বৃহৎ ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর অংশীদার হিসেবে কাজ করছে তারা। রেফিনিটিভের উপাত্তে দেখা গেছে, ৪০ শতাংশ শেয়ার নিয়ে ভিএমওয়্যারের শীর্ষ শেয়ারহোল্ডার ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। অন্যদিকে ১০ শতাংশ শেয়ার নিয়ে ভিএমওয়্যারের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার সিলভার লেক নামে একটি প্রাইভেট ইকুইটি ফার্ম। ২৮ জানুয়ারি শেষ হওয়া গত অর্থবছরে ভিএমওয়্যারের আয় ছিল ১ হাজার ২৯০ কোটি ডলার। এর আগের বছরের তুলনায় যা বেড়েছে ৯ শতাংশ। প্রথম সারির ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যামাজন, মাইক্রোসফট ও গুগলের চেয়ে যা বেশি। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত কোম্পানি সেসব প্রতিষ্ঠানকে মূলত সেবা দিয়ে থাকে, যাদের নিজস্ব ডাটা সেন্টার রয়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1221626603.jpg[/IMG]