পর্যটকদের জন্য দুই বছর ধরে বন্ধ জাপানের দরজা। করোনা মহামারী স্তিমিত হয়ে আসায় অবশেষে ফুরাচ্ছে অপেক্ষা। বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলের জন্য জাপানের সীমান্ত খুলে দেয়া হচ্ছে। ঘোষণা অনুযায়ী, ১০ জুন থেকে বিদেশী পর্যটকরা যেতে পারবেন সূর্যোদয়ের দেশে। কভিড-১৯ বিধিনিষেধ শিথিলের ক্ষেত্রে এটিকে গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে বিবেচনা করছেন সংশ্লিষ্টরা। পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও কিছু বিধিনিষেধ বলবৎ থাকবে। জাপান নভেল করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বের সবচেয়ে কঠিন বিধিনিষেধ জারি করা দেশের মধ্যে একটি। টোকিও অলিম্পিক ২০২০ প্রায় এক বছর পিছিয়ে গত বছর অনুষ্ঠিত হয়। করোনা মহামারীর শুরু থেকেই বিদেশী পর্যটক আগমনে কড়াকড়ি আরোপ করে দেশটি। চলতি বছরের মার্চের মাঝামাঝি সময়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জাপানে প্রবেশের অনুমতি দেয়া হয়। এবার প্রায় ১০০ দেশের পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে দেশটি।
[IMG]http://forex-bangla.com/customavatars/707513827.jpg[/IMG]
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১০ জুন থেকে ট্যুর গ্রুপ জাপানে ঢুকতে পারবে। দেখতে পারবে দেশটির দর্শনীয় স্থানগুলো। অনুমোদিত প্রায় ১০০ দেশ ও অঞ্চলের মধ্যে রয়েছে যুক্তরাজ্যও। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, বিশ্বের দেশগুলোকে ঝুঁকি বিবেচনায় লাল, হলুদ ও নীল এ তিন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ২০২০ সালে কভিড-১৯-এর কারণে জাপান বড় পরিসরে বিদেশীদের জন্য দরজা বন্ধ করে দেয়। এতে ব্যাপক লোকসানের মুখে পড়ে দেশটির পর্যটন খাত। জাপানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা পর্যটন খাতে ওই বছর পর্যটক কমে যায় ৯০ শতাংশ। বিদেশীদের জন্য পর্যটনের সুযোগ খুলে যাওয়ায় নড়েচড়ে বসেছে দেশটির পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।