যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মন্দার আশঙ্কা নিয়ে টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছেন ইলোন মাস্ক। কয়েক সপ্তাহ ধরেই বিশ্বের শীর্ষ এ ধনী মন্দার ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছিলেন। যদিও কেবল মাস্ক নন, মার্কিন বিনিয়োগ ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরাও বিশ্ব অর্থনীতির চলমান সংকট নিয়ে সতর্ক করেছেন। তবে সিটিগ্রুপ ইনকরপোরেটেডের সিইও মনে করেন, যুক্তরাষ্ট্রের নয়, বরং ইউরোপের মন্দায় পড়ার আশঙ্কা বেশি। খবর রয়টার্স।

যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংকের প্রধান জেন ফ্রেজার সম্প্রতি এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্য ভ্রমণ করেছেন। এ বিশ্বভ্রমণে তিনি তিনটি মূল বিষয় চিহ্নিত করেছেন। বর্তমান অর্থনীতিতে গুরুত্বপূর্ণ এ বিষয়গুলো হলো সুদের হার, রাশিয়া ও মন্দা।

জেন ফ্রেজার ইউরোপে বলেছেন, জ্বালানির বিষয়টি এ অঞ্চলের বেশ কয়েকটি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। বিদ্যুৎ ও জ্বালানির উচ্চ ব্যয়ের কারণে বেশকিছু প্রতিষ্ঠান কার্যক্রম বন্ধ করতেও বাধ্য হচ্ছে। এসব দিক বিবেচনায় যুক্তরাষ্ট্রের চেয়ে ইউরোপের মন্দায় পড়ার আশঙ্কা বেশি। যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে প্রধান উদ্বেগ মন্দার চেয়ে বরং সুদের হার নিয়ে। মন্দার বিষয়টি অবশ্যই মূল আশঙ্কা নয়। তবে বর্তমান পরিস্থিতির আলোকে বলা যায়, এটা এড়ানোও খুব একটা সহজ নয়।

এর আগে জেপি মরগানের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জেমি ডিমন মার্কিন অর্থনীতির মুখোমুখি চ্যালেঞ্জগুলোকে হারিকেন বা জলোচ্ছ্বাস হিসেবে বর্ণনা করেছেন। যেখানে আরেক মার্কিন ব্যাংক গোল্ডম্যান স্যাকসের প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা জন ওয়ারড্রন বর্তমান অর্থনৈতিক অস্থিরতাকে সবচেয়ে চ্যালেঞ্জিং হিসেবে অভিহিত করেছেন। এছাড়া মার্কিন অর্থনীতি নিয়ে প্রচণ্ড বাজে অনুভূতির কথা উল্লেখ করেছেন টেসলার প্রধান নির্বাহীও। এমন পরিস্থিতির প্রস্তুতি হিসেবে ‘বিশ্বজুড়ে সব নিয়োগ স্থগিত’ শিরোনামে নির্বাহীদের কাছে পাঠানো ই-মেইলে তিনি টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন।

বণিক বার্তা