ফের মোটরসাইকেল উৎপাদন শুরু করতে যাচ্ছে শতাব্দী প্রাচীন মার্কিন প্রতিষ্ঠান হার্লে-ডেভিডসন। পূর্ব ঘোষণা অনুযায়ী দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ থেকে শুরু হচ্ছে মোটরসাইকেলের উৎপাদন কার্যক্রম। ওয়াল স্ট্রিট জার্নাল এর প্রতিবেদনে বলা হয়, পূর্বাভাস অনুযায়ী দুই সপ্তাহের উৎপাদন বন্ধ ঘোষণা গিয়ে দাঁড়াবে ১৯ দিনে। এ সময়ে শিপমেন্ট ও তৈরি পুরোপুরি বন্ধ ছিল। এতে হার্লের শেয়ার ২ দশমিক ২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩৪ মার্কিন ডলারে। গত মাসে ঐতিহ্যবাহী মোটরবাইক নির্মাতা প্রতিষ্ঠানটি ঘোষণা দেয়, বৈদ্যুতিক মডেল ছাড়া অন্য মডেলগুলোর উৎপাদন এবং বিতরণ বন্ধ রাখবে। কারণ হিসেবে বলা হয়, সরবরাহকারীর যন্ত্রপাতির সমস্যা। এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্স মন্তব্য জানতে চেয়ে অনুরোধ জানালেও তাতে সাড়া মেলেনি হার্লে-ডেভিডসনের।
[IMG]http://forex-bangla.com/customavatars/2001681749.jpg[/IMG]