এপ্রিলে ইউরোজোনের খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি ধীর হয়েছে। উচ্চমূল্যস্ফীতির কারণে প্রধানত খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যে ব্যয় কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর রয়টার্স।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরিসংখ্যান অফিস ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরো মুদ্রা ব্যবহার করা ১৯ দেশে এপ্রিলে খুচরা বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৯ শতাংশ বেড়েছে। যদিও মাসভিত্তিক হিসাবে আগের মাসের তুলনায় এ বিক্রি ১ দশমিক ৩ শতাংশ পতন হয়েছে। অর্থনীতিবিদরা বার্ষিক ৫ দশমিক ৪ শতাংশ এবং মাসভিত্তিক হিসাবে দশমিক ৩ শতাংশ বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। চলতি বছরের প্রথম তিন মাসে অঞ্চলটিতে খুচরা বিক্রি ঊর্ধ্বমুখী ছিল।

ইউরোস্ট্যাট অনুসারে এপ্রিলে খাদ্য, পানীয় ও তামাকজাত পণ্যের বিক্রি ২ দশমিক ৬ শতাংশ সংকুচিত হয়েছে। যেখানে খাদ্যবহির্ভূত পণ্যের খুচরা বিক্রি দশমিক ৭ শতাংশ কমেছে। এ সময়ে অনলাইন ও মেইল অর্ডারের বিক্রি ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছিল। পাশাপাশি গাড়ির জ্বালানি বিক্রিও ১ দশমিক ৯ শতাংশ বেড়েছে।

বণিক বার্তা