রি-কন্ডিশন গাড়ির ক্ষেত্রে সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ২০০ শতাংশ থেকে বাড়িয়ে থেকে ২৫০ শতাংশে, সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির ৩৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। যুক্ত (সিকেডি) মোটরগাড়ি, মোটর যান, স্টেশন ওয়াগন ও জিপ গাড়ির মধ্যে সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ, সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ৩০০ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫০ শতাংশ, সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসির ঊর্ধ্বে সব গাড়ির শুল্ক ৩৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫০০ শতাংশ করার করা হয়েছে।
প্রস্তাবিত বাজেটে সম্পূর্ণ তৈরি হাইব্রিড মোটরগাড়ি ও অন্যান্য মোটরযান, স্টেশন ওয়াগনের মধ্যে সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ সিসি থেকে ২৫০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ, সিলিন্ডার ক্যাপাসিটি ২৫০১ সিসি থেকে ৩০০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ৬০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ, সিলিন্ডার ক্যাপাসিটি ৩০০১ সিসি থেকে ৪০০০ সিসি পর্যন্ত গাড়ির শুল্ক ১০০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫০ শতাংশ, সিলিন্ডার ক্যাপাসিটি ৪০০০ সিসির ঊর্ধ্বে গাড়ির শুল্ক ৩০০ শতাংশ বাড়িয়ে ৩৫০ শতাংশ ও সিলিন্ডার ক্যাপাসিটি ২০০১ বা তদূর্ধ্ব মাইক্রোবাসের ক্ষেত্রে শুল্ক ৪৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ আরোপের প্রস্তাব করা হয়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/239663219.jpg[/IMG]