স্মার্টফোন চিপ বাজারে প্রথম প্রান্তিকে শীর্ষ ব্র্যান্ড ছিল মিডিয়াটেক। এ নিয়ে টানা সাত প্রান্তিকে শীর্ষস্থান তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা কোম্পানির। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, জানুয়ারি-মার্চ প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন চিপের বাজারে ৩৮ শতাংশ হিস্যা ছিল মিডিয়াটেকের। ৩০ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় স্থান কোয়ালকমের। তৃতীয় স্থানে থাকা অ্যাপলের হিস্যা ১৫ শতাংশ। এছাড়া চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা ইউনিসক, স্যামসাং ও হাইসিলিকনের বাজার হিস্যা যথাক্রমে ১১, ৫ ও ১ শতাংশ।

ডাইমেনসিটি ৭০০ ও ডাইমেনসিটি ৯০০ সিরিজে ভর করে মাঝারি দামের স্মার্টফোন বাজারে শক্তিশালী অবস্থান মিডিয়াটেকের। ফাইভজি চিপ বিক্রিতেও ২০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে তারা। এছাড়া ডাইমেনসিটি ৯০০০ সিরিজে ভর করে হাই-এন্ড বাজার থেকেও ভালো আয় হয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটির।

গত এক বছরে যুক্তরাষ্ট্রে মিডিয়াটেকের স্মার্টফোন চিপ বিক্রিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে। ২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন চিপ বাজারে মিডিয়াটেকের হিস্যা ছিল ৩০ শতাংশ। এ সময়ে কোয়ালকমের হিস্যা ছিল যেখানে ৬৬ শতাংশ, যা মিডিয়াটেকের দ্বিগুণেরও বেশি। কিন্তু এক বছরের ব্যবধানে মিডিয়াটেকের হিস্যা দাঁড়িয়েছে ৪৫ শতাংশে। এ ধারা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের মতো বাজারে শিগগিরই কোয়ালকমকে পেছনে ফেলে দিতে পারে মিডিয়াটেক। গত এক বছরে যুক্তরাষ্ট্রের বাজারে অভাবনীয় সফলতার পেছনে বেশ কয়েকটি বিষয় ভূমিকা রেখেছে। স্যামসাংয়ের গ্যালাক্সি এ১২ ও গ্যালাক্সি এ৩২ ফাইভজি ফোনে চিপ সরবরাহ করেছে মিডিয়াটেক। সম্মিলিতভাবে এ স্মার্টফোন দুটি ৯০ লাখ ইউনিট বিক্রি হয়েছে। এছাড়া স্যামসাং গ্যালাক্সি এ০৩এস, গ্যালাক্সি এ১৩ ফাইভজি, মটো জি পিউর ও মটো জি পাওয়ার ফোনে চিপ সরবরাহের ক্রয়াদেশ পেয়েছে তাইওয়ানভিত্তিক কোম্পানিটি।

বণিক বার্তা