ব্রেক্সিট কার্যকরের পর থেকেই নানামুখী প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। সংকুচিত হয়েছে বৈদেশিক বাণিজ্যের পথ। নেতিবাচক প্রভাব পড়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। দীর্ঘমেয়াদে ক্ষতির মুখে পড়েছে কর্মীদের উৎপাদনশীলতা ও মজুরি। সবমিলিয়ে আরো ভয়াবহ হচ্ছে জীবনযাত্রার সংকট। নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে, ব্রেক্সিটের কারণে যুক্তরাজ্যের প্রত্যেক কর্মী প্রতি বছর গড়ে ৪৭২ পাউন্ডেরও বেশি বেতন হারাচ্ছেন। ২০৩০ সাল পর্যন্ত এ ক্ষতি অব্যাহত থাকবে। ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে এ অনুমান করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।

ব্রিটিশ থিংকট্যাংক রেজল্যুশন ফাউন্ডেশন ও লন্ডন স্কুল অব ইকোনমিকসের (এলএসই) শিক্ষাবিদরা এ গবেষণা পরিচালনা করেছেন। ইইউ থেকে বেরিয়ে আসা নিয়ে অনুষ্ঠিত গণভোটের ছয় বছর পরের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ব্রেক্সিট বিশ্বমঞ্চে যুক্তরাজ্যের রফতানির প্রতিযোগিতাকে ক্ষতিগ্রস্ত করেছে। ঠিক যেভাবে কভিড-১৯ মহামারী ও ইউক্রেনে রুশ আগ্রাসনের ফলে সৃষ্ট রেকর্ড মূল্যস্ফীতি মোকাবেলায় বাধ্য করা হচ্ছে। ফলে একটি কম উন্মুক্ত গ্রেট ব্রিটেন দরিদ্র ও কম উৎপাদনশীল হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বণিক বার্তা