প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছে অ্যাপল। প্রতিযোগিতায় ধারেকাছেও নেই অ্যান্ড্রয়েড স্মার্টফোন। অ্যাপলের আইফোনে ভর করে অতীতের অন্য যেকোনো সময়ের চেয়ে আরো জনপ্রিয় হয়ে উঠেছে প্রিমিয়াম স্মার্টফোন। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রান্তিকে বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বিক্রির ৬২ শতাংশ ছিল আইফোনের। অন্যভাবে বলতে গেলে বিক্রি হওয়া প্রিমিয়াম স্মার্টফোনের দুই-তৃতীয়াংশই ছিল আইফোন। খবর ফোন অ্যারেনা।

৪০০ ডলার কিংবা তার চেয়ে বেশি দামের স্মার্টফোনকে প্রিমিয়াম ক্যাটাগরিতে ফেলানো হয়। এ তালিকায় রয়েছে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৫৩ ফাইভজি ও অ্যাপলের সাশ্রয়ী ফোন আইফোন এসই।

২০২১ সালের প্রথম প্রান্তিকের তুলনায় প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের হিস্যা ৫ শতাংশীয় পয়েন্ট বেড়েছে। এ নিয়ে টানা দুই প্রান্তিকে প্রিমিয়াম স্মার্টফোন সেগমেন্টে অ্যাপলের হিস্যা ছিল ৬০ শতাংশের বেশি। স্যামসাং ও শাওমির মতো প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান কেবল বেড়েছে। স্পষ্টতই বিশ্বের সর্বোচ্চ বিক্রীত স্মার্টফোন ছিল অ্যাপলের আইফোন ১৩। বিক্রি হওয়া প্রতি চারটি স্মার্টফোনের একটি ছিল এ মডেল। প্রথম প্রান্তিকে আইফোন ১৩-এর বাজার হিস্যা ছিল ২৩ শতাংশ। ১৩ শতাংশ হিস্যা নিয়ে দ্বিতীয় স্থান ছিল আইফোন ১৩ প্রো ম্যাক্সের। এছাড়া আইফোন ১৩ প্রোয়ের শেয়ার ছিল ৯ শতাংশ। প্রিমিয়াম সেগমেন্টের ৪৫ শতাংশ হিস্যা ছিল এ তিন আইফোন ১৩ মডেলের। আইফোন ১২-এর সঙ্গে যুক্ত হলে চারটি জনপ্রিয় প্রিমিয়াম স্মার্টফোন অ্যাপলের এবং তাদের হিস্যা দাঁড়ায় ৫৩ শতাংশ। এছাড়া পুরনো মডেলের আইফোন ১১ ও আইফোন ১৩ মিনি বিক্রির উপাত্ত যুক্ত হলে প্রিমিয়াম সেগমেন্টে অ্যাপলের হিস্যা ৬০ শতাংশ ছাড়িয়ে যায়।

বণিক বার্তা