থাইল্যান্ডের রফতানি মে মাসে প্রত্যাশার চেয়েও বেশি বেড়েছে। গত মাসে থাই পণ্যের চালান বেড়েছে এক বছর আগের তুলনায় ১০ দশমিক ৫ শতাংশ। থাই শুল্ক বিভাগের তথ্য অনুসারে, রফতানি বাড়াতে জ্বালানি তেল ও যাত্রীবাহী গাড়ি সবচেয়ে বেশি অবদান রেখেছে। রয়টার্সের জরিপে অর্থনীতিবিদরা মে মাসে ৬ দশমিক ৭ শতাংশ রফতানি বাড়ার পূর্বাভাস দিয়েছিলেন। যদিও এটি ১০ শতাংশ ছাড়িয়ে গিয়েছে। একই সময়ে দেশটির আমদানি ২৪ দশমিক ১ শতাংশ বেড়েছে। সবমিলিয়ে গত মাসে দেশটির বাণিজ্য ঘাটতি ১৮৭ কোটি ডলারে পৌঁছেছে। থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিল জানিয়েছে, চলতি বছরের প্রথমার্ধে থাইল্যান্ডের বাণিজ্য রফতানি ১০ শতাংশ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান চাইচান চারিওনসুক একটি সেমিনারে বলেন, ডলারের বিপরীতে আমাদের মুদ্রা বাথের অবমূল্যায়নের কারণে রফতানি ঊর্ধ্বমুখী রয়েছে। তবে একই কারণে আমদানি আরো ব্যয়বহুল হয়ে উঠছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/539748821.jpg[/IMG]