জলবায়ু পরিবর্তনের অভিঘাতে প্রাকৃতিক দুর্যোগের কবলে বিপর্যস্ত বিশ্ব। এর জের ধরে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ছে। চলতি বছর বৈশ্বিক জ্বালানি খাতে বিনিয়োগ ৮ শতাংশ বেড়ে ১ লাখ ৯৬ হাজার কোটি ইউরোতে (২ লাখ ৪০ লাখ কোটি ডলার) উন্নীত হবে। এ বিনিয়োগের বড় একটি অংশ যাবে নবায়নযোগ্য জ্বালানিতে। খবর দ্য ন্যাশনাল নিউজ।

জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে আগামী বছরগুলোয় নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়বে বলে প্রত্যাশা করছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। বিদ্যমান জ্বালানি সংকট মোকাবেলা করতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের এ প্রবৃদ্ধি যথেষ্ট বলে মনে করছে সংস্থাটি। এর মাধ্যমে টেকসই ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত হবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

তবে বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশবান্ধব জ্বালানিতে বিনিয়োগ সম্পর্কে দেশগুলোর আরো সচেতনতা বাড়ানো দরকার। এ প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। এদিকে ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানির দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। একই সঙ্গে দেখা দিয়েছে জ্বালানি নিরাপত্তার প্রয়োজনীয়তাও। ক্রমবর্ধমান জ্বালানির দাম ও জ্বালানি নিরাপত্তার অনিশ্চয়তা মেটাতে পাল্টা জীবাশ্ম জ্বালানিতেই বিনিয়োগ বাড়িয়ে চলছে বহু দেশ। এর মধ্যে কয়লায় বিনিয়োগ আশঙ্কাজনকভাবে বেড়েছে।

বণিক বার্তা