যুক্তরাষ্ট্র ও কানাডায় তিন লাখেরও বেশি স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) প্রত্যাহারের ঘোষণা দিয়েছে নিশান। গাড়িগুলোর হঠাৎ সামনের হুড খুলে গিয়ে চালকের দৃষ্টিতে বাধার সৃষ্টি হতে পারে। এতে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনাও। জাপানি গাড়ি নির্মাতা সংস্থাটির উত্তর আমেরিকা বিভাগ জানিয়েছে, ২০১৩ থেকে ২০১৬ মডেল বছরের ৩ লাখ ২২ হাজার ৬৭১টি পাথফাইন্ডার এসইউভি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়েছে। নিশানের একজন মুখপাত্র গতকাল জানিয়েছেন, এ প্রত্যাহারের সিদ্ধান্তে কানাডার ৩৭ হাজার ৭০০ ইউনিট গাড়িও অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ গাড়ি জাপানে বিক্রি করা হয়নি।
নিশান বলেছে, সেকেন্ডারি হুড ল্যাচের ওপর ময়লা ও ধুলা জমা হওয়ার কারণে হঠাৎ করে হুড খুলে যেতে পারে। মার্কিন নিয়ন্ত্রক সংস্থার ফাইলিং অনুসারে, আশঙ্কা করা হচ্ছে যেকোনো সতর্কতা ছাড়াই হুড খুলে যাওয়ার ঘটনা ঘটতে পারে। এ সমস্যার সমাধান বের করা হচ্ছে বলে জানিয়েছে নিশান। এ বিষয়ে গতকাল থেকেই গাড়িগুলোর মালিকদের অবহিত করা শুরু হয়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1265373727.jpg[/IMG]