আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ চার মাসের সর্বনিম্নে নেমেছে। মূলত ভয়াবহ বিস্ফোরণের কারণে দেশটির দ্বিতীয় বৃহৎ এলএনজি প্লান্টে উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার কারণেই রফতানিতে এমন ধস নামে। পণ্যবাহী জাহাজের তথ্য সেবাদাতা প্রতিষ্ঠান রেফিনিটিভ ইকন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তথ্য বলছে, গত ৮ জুন যুক্তরাষ্ট্রের ফ্রিপোর্ট এলএনজি প্লান্টে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগে প্লান্টটি প্রতিদিন ১৯০ কোটি ঘনফুট এলএনজি রফতানি করেছে। এছাড়া ইউরোপের বাজারে যুক্তরাষ্ট্রে এলএনজি রফতানিও আকাশচুম্বী হয়ে উঠেছিল। সংশ্লিষ্টরা বলছেন, অক্টোবরে আংশিকভাবে প্লান্টটির কার্যক্রম শুরু হতে পারে।

রেফিনিটিভ জানায়, গত মাসে ৯০টি এলএনজি ট্যাঙ্কার যুক্তরাষ্ট্রের বন্দর ছেড়ে গিয়েছে। এসব ট্যাঙ্কার ৬৪ লাখ ২০ হাজার টন এলএনজি বহন করছিল, এর আগের মাসে যা ছিল ৭২ লাখ ৪০ হাজার টন। অর্থাৎ এক মাসের ব্যবধানে রফতানি ১১ শতাংশ কমেছে।

তবে এবারো মার্কিন এলএনজির প্রধান গন্তব্য ছিল ইউরোপ। ৬১ শতাংশ এলএনজিবোঝাই কার্গোই পাঠানো হয়েছে ব্লকটির বিভিন্ন দেশে। ২৪ শতাংশ কার্গো দিয়েছে এশিয়ার বিভিন্ন দেশে। মোট রফতানি কমলেও লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলোয় রফতানি বেড়েছে। এক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে ব্রাজিল ও আর্জেন্টিনা।

বণিক বার্তা