চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে নতুন গাড়ি বিক্রি ২১ শতাংশ কমেছে। বৈশ্বিক সেমিকন্ডাক্টরের স্বল্পতা ও সরবরাহ চেইন সংকটের কারণে গাড়ি নির্মাণ ব্যয় বাড়ছে। এতে গাড়ি বিক্রি লক্ষণীয়ভাবে কমেছে। এদিকে অ্যালিক্সপার্টনা ্স নামে বৈশ্বিক পরামর্শক প্রতিষ্ঠান বলছে, গাড়িবাজারে চলমান সরবরাহ চেইন সংকট ২০২৪ সাল পর্যন্ত বহাল থাকতে পারে। খবর এপি।

এপ্রিল-জুন প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে গ্যাসোলিনের দাম গ্যালনপ্রতি ৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া উচ্চমূল্যস্ফীতি ও ক্রমবর্ধমান সুদহার বাজারে অস্থিরতা তৈরি করেছে। জ্বালানির মূল্যবৃদ্ধি ও যন্ত্রাংশস্বল্পত র কারণে গাড়ির দাম রেকর্ড বেড়েছে। এতে নতুন গাড়ি কিনতে পিছিয়ে যাচ্ছেন ভোক্তারা। গাড়ি বিক্রির প্লাটফর্ম এডমান্ডস ডট কম জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে ৩৪ কোটি ৯০ লাখ গাড়ি বিক্রি হয়েছে। গত বছরের একই প্রান্তিকের চেয়ে যা ৯ লাখ ৩৩ হাজার ইউনিট কম।

যুক্তরাষ্ট্রভিত্ িক বিশ্লেষক সংস্থা জেডি পাওয়ার জানায়, ২০২২ সালের প্রথম ছয় মাসে নতুন গাড়ির গড়মূল্য ৪৫ হাজার ডলার। গত বছরের একই সময়ের চেয়ে যা ১৭ দশমিক ৫ শতাংশ বেশি।

যুক্তরাষ্ট্রভিত্ িক কোম্পানি জেনারেল মোটরসের (জিএম) গাড়ি বিক্রি ১৫ শতাংশ কমেছে। অটো চিপ ও যন্ত্রাংশস্বল্পত র কারণে ৯৫ হাজার অসম্পূর্ণ গাড়ি নির্মাণ করেছে জিএম। চলতি বছরের শেষের দিকে এসব অসম্পূর্ণ গাড়ি সম্পূর্ণ নির্মাণ বা বিক্রির আশা করা হচ্ছে।

প্রথমার্ধে টয়োটার গাড়ি বিক্রি ১৯ শতাংশ কমেছে এবং জুনে কমেছে ১৮ শতাংশ। এতে যুক্তরাষ্ট্রের বাজারে টয়োটাকে হটিয়ে শীর্ষ গাড়ি বিক্রেতা কোম্পানির আসন পুনরুদ্ধার করেছে জিএম। স্টেলান্টিসের গাড়ি বিক্রি কমেছে ১৬ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে হোন্ডার গাড়ি বিক্রি অর্ধেকেরও বেশি কমেছে। একই প্রান্তিকে নিশান ও হুন্দাইয়ের বিক্রি কমেছে যথাক্রমে ৩৯ শতাংশ ও ২৩ শতাংশ।

বণিক বার্তা