অর্থনৈতিক মন্দা ও জীবনযাপন ব্যয় বাড়ায় দুই বছরে বিশ্বে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি ও হোস্টিং পরিষেবা পেতে ভোক্তাদের সন্ধান উল্লেখযোগ্য হারে বেড়েছে। খবর টেকরাডার।

২০২২ সালের মে-জুনে ফ্রি ওয়েবহোস্টিংয়ের সন্ধান দ্বিগুণ বেড়েছে। পাশাপাশি বিনামূল্যে ওয়েবসাই বিল্ডার পরিষেবার সন্ধানও বেড়েছে। বিশ্বের কিছু শীর্ষস্থানীয় ওয়েবহোস্টিং ও ওয়েবসাইট বিল্ডার পরিষেবা প্রতিষ্ঠানের ওয়েবসাইট ভিজিটের তথ্যানুযায়ী এটি জানা গিয়েছে। সিমিলারওয়েব প্রদত্ত তথ্যানুযায়ী, দুই বছরে গোড্যাডি দুই কোটির কাছাকাছি সংখ্যক সাইট ভিজিট হারিয়েছে। যেখানে সাশ্রয়ী মূল্যের ওয়েবহোস্টিং পরিষেবা প্রতিষ্ঠান নেইমচিপের ওয়েবসাইট ভিজিটের সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গিয়েছে। গোড্যাডিই যে শুধু ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয়। ব্লুহোস্ট ও হোস্টগ্যাটরের মতো পরিচিত ওয়েবে হোস্টিং পরিষেবা প্রতিষ্ঠান ২০১৯ সালের মে থেকে ২০২২ সালের মে মাস পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভিজিটর হারিয়েছে।

বণিক বার্তা