করোনাকালে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ে রেকর্ড হলেও পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এর প্রবাহ কমতে থাকে। রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রণোদনা বৃদ্ধি করা হয় এবং বিভিন্ন দেশে অবস্থিত দূতাবাস ও মিশনেও তাগাদা দেয় সরকার। তবে সদ্য বিদায়ী ২০২১-২২ অর্থবছরে (জুলাই-জুন) দেশে রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। তার আগের ২০২০-২১ অর্থবছরের রেমিট্যান্সে রেকর্ড সৃষ্টি হয়েছিল, যার পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার। সেই হিসাবে এক বছরে রেমিট্যান্স কমেছে ৩৭৪ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার কোটি টাকা (ডলারপ্রতি ৯৩ টাকা ৫০ পয়সা ধরে)। এ ছাড়া শতকরা হিসাবে ১৫ দশমিক শূন্য ১১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1487495148.jpg[/IMG]