ইউক্রেনে রুশ আক্রমণের জের ধরে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নেয় পশ্চিমা প্রতিষ্ঠানগুলো। এর ব্যতিক্রম হয়নি রেনোঁর ক্ষেত্রেও। যুদ্ধের জের ধরে বিক্রি কমেছে ফ্রান্সভিত্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনোঁর। যুদ্ধ শুরুর পর রাশিয়ায় কার্যক্রম বন্ধের কারণে চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রি ৩০ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে রেনোঁ জানায়, গত বছরের তুলনায় গাড়ি বিক্রির পরিমাণ বিশ্বব্যাপী ২৯ দশমিক ৭ শতাংশ কমে ১০ লাখ ইউনিটে নেমে এসেছে। রাশিয়ায় অ্যাভটোভাজ ও রেনোঁর কার্যক্রম বাদ দিলে গত বছরের তুলনায় গাড়ি বিক্রি কমেছে ১২ শতাংশ। পাশাপাশি রেনোঁর শেয়ারমূল্য ২ দশমিক ৩ শতাংশ কমেছে। [IMG]http://forex-bangla.com/customavatars/1654435195.jpg[/IMG]
জেপি মরগানের তথ্য বলছে, যুদ্ধের আগে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রেনোঁর দ্বিতীয় বৃহত্তম বাজার ছিল রাশিয়া। প্রতিষ্ঠানটির আয়ের ১৫ শতাংশ আসত রাশিয়ার বাজার থেকে। চলতি বছরের শুরুতে দেশটিতে প্রতিষ্ঠানটির গাড়ির জনপ্রিয় মডেল ডাকিয়া ডাস্টার ও রেনোঁ সিলিও তৈরির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। চলতি বছরের মে মাসে রাশিয়ান সায়েন্স ইনস্টিটিউটের কাছে অ্যাভটোভাজ বিক্রি করে দেয়ার ঘোষণা দেয় রেনোঁ। রাশিয়ায় গাড়ি বিক্রি বন্ধের প্রভাব ছাড়াও ফ্রান্সভিত্তিক এ প্রতিষ্ঠানটির সেমিকন্ডাক্টর তৈরিতে বড় ধরনের সংকট দেখা দিয়েছে। মূলত ইউক্রেনে রুশ হামলার সূত্র ধরেই বিশ্বজুড়ে চিপের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর। রেনোঁর মতোই চিপ সংকটে নিমজ্জিত আরেক গাড়ি নির্মাতা ফক্সওয়াগনও। চিপ সরবরাহ ব্যাহত হলেও চলতি বছরের শেষ ছয় মাসে চিপ তৈরিতে মনোযোগ দিয়েছে রেনোঁ।