এবার কোরবানির ঈদের ছুটিতে নতুন করে গতি এসেছে পর্যটন খাতে। লাখো মানুষ ঈদের ছুটিতে ঘুরে বেড়াচ্ছে তাদের পছন্দের পর্যটনকেন্দ্রগুল তে। পর্যটকদের অতিরিক্ত চাপ পড়েছে সাগরকন্যাখ্যাত কুয়াকাটায়। আশানুরূপ পর্যটক নেই কক্সবাজার, চট্টগ্রাম ও সিলেটে। তবে দেশের অন্য পর্যটনকেন্দ্রগুল তে ভিড় ভালোই। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তথ্য বলছে, এবার ঈদকে কেন্দ্র করে অন্তত ১০ লাখ মানুষ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে ভ্রমণ করছে। বিদেশ ভ্রমণে গেছে অন্তত ৩ লাখ মানুষ। করোনাভাইরাসের মহামারি কাটিয়ে আবার চাঙা হচ্ছে দেশের পর্যটন খাত। এতে আশাবাদী হয়ে উঠছেন পর্যটন ব্যবসায়ীরা। পর্যটনসংশ্লিষ্ট কর্মকর্তা ও ব্যবসায়ীরা বলছেন, এখন দেশীয় পর্যটনের মৌসুম নয়। কারণ, বর্ষাকালে মানুষ ঘুরতে তেমন স্বাচ্ছন্দ্যবোধ করে না। তবু ঈদের ছুটিতে প্রিয়জনদের সঙ্গে নিয়ে অনেকে ঘুরে বেড়াচ্ছে। উত্তরবঙ্গের ঐতিহাসিক স্থাপনাগুলোতে পর্যটকদের আনাগোনা বেড়েছে। তুলনামূলক পর্যটকদের চাপ কম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামে। অন্যদিকে পদ্মা সেতুর ইতিবাচক প্রভাব পড়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পর্যটনকেন্দ্রগুল তে; বিশেষ করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1697180646.jpg[/IMG]