যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রি শক্তিশালীভাবে পুনরুদ্ধার হয়েছে। জুনে মার্কিন নাগরিকরা পেট্রল ও অন্যান্য পণ্যে আরো বেশি ব্যয় করেছে। এ পরিস্থিতি আসন্ন মন্দার আশঙ্কা দূর করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে মূল্যস্ফীতির ক্রমবর্ধমান প্রবণতা অব্যাহত রয়েছে। পাশাপাশি সামগ্রিক অর্থনৈতিক চিত্রও ক্রমেই ঘোলাটে হচ্ছে। গত মাসে শিল্পোৎপাদন কার্যক্রম টানা দ্বিতীয় মাসের মতো কমে গিয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আক্রমণাত্মকভাবে মুদ্রানীতি কঠোর করায় ভোক্তা চাহিদায় পতনেরও আশঙ্কা রয়েছে। খবর রয়টার্স।

খুচরা বিক্রির তথ্য প্রকাশের দুদিন আগেই যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হয়। গত মাসে দেশটির বার্ষিক ভোক্তা মূল্যসূচক ১৯৮১ সালের পরে সবচেয়ে বেশি বেড়েছে। অর্থনীতিও জুনে নতুন কর্মসংস্থান সৃষ্টি অব্যাহত রেখেছে। সব মিলিয়ে প্রত্যাশা করা হচ্ছে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চলতি মাসে সুদের হার আরো ৭৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে তুলবে।

টরন্টোভিত্তিক বিনিয়োগ ব্যাংকিং প্রতিষ্ঠান বিএমও ক্যাপিটাল মার্কেটসের এক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ সাল গুতেয়ারি বলেন, উচ্চ সঞ্চয় ও ক্রমবর্ধমান মজুরির কারণে মার্কিন পরিবারগুলো আগের মতোই অর্থ ব্যয় করা চালিয়ে যাচ্ছে। তবে অতিরিক্ত এ ব্যয় বেশি দামের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য। প্রকৃতপক্ষে এমন নয় যে, তারা আরো বেশি জিনিসপত্র কিনছে।

বণিক বার্তা