চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার আদর্শ ব্রেন্টের গড় দাম ব্যারেলপ্রতি ১০৪ ডলারে অবস্থান করবে। আগামী বছর বাজার আদর্শটির গড় দাম দাঁড়াবে ৯৪ ডলারে। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশ (ইআইএ)।

ইআইএ জুলাই শর্ট-টার্ম এনার্জি আউটলুট শীর্ষক ওই প্রতিবেদনে জানায়, চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাতের পাশাপাশি অনেক বিষয় জ্বালানি তেলের বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। সহসাই এ অনিশ্চয়তা কাটার সম্ভাবনা নেই। পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার কারণে এরই মধ্যে রাশিয়ার জ্বালানি তেল উত্তোলনে নেতিবাচক প্রভাব পড়েছে। অনিশ্চয়তা দেখা দিয়েছে জ্বালানি তেলের সরবরাহ নিয়েও। অন্যদিকে যুক্তরাষ্ট্র যে হারে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন করে তার গতিপথ নিয়েও দোদুল্যমান পরিস্থিতি তৈরি হয়েছে। রফতানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস নানা প্রতিবন্ধকতার কারণে উত্তোলন বাড়ানোর লক্ষ্যমাত্রা অর্জনে নিয়মিতভাবে ব্যর্থ হচ্ছে। উত্তোলন আরো বাড়ানো হবে নাকি বিদ্যমান উত্তোলন নীতিতেই অটুট থাকবে সেটিও নিয়েও সংশয় রয়েছে।

ইআইএর দেয়া তথ্যমতে, চলতি বছর অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক মজুদ দৈনিক আট লাখ ব্যারেল করে বাড়তে পারে। আগামী বছর মজুদ বৃদ্ধির হার অপরিবর্তিত থাকবে। সংশ্লিষ্টরা বলছেন, চলতি বছর তরল জ্বালানি ব্যবহার দৈনিক ২২ লাখ ব্যারেল করে বাড়বে বলে আমরা প্রত্যাশা করছি। আগামী বছর ব্যবহার বৃদ্ধির পরিমাণ দাঁড়াবে দৈনিক ২০ লাখ ব্যারেল।

বণিক বার্তা