রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনে প্রলম্বিত লকডাউন, শীর্ষ অর্থনীতির দেশগুলোয় মূল্যস্ফীতিসহ বিভিন্ন কারণে বৈশ্বিক অর্থনীতিতে প্রভাব পড়েছে। এতে সেমিকন্ডাক্টর, ব্যক্তিগত কম্পিউটার (পিসি), এলসিডি প্যানেলসহ প্রায় সব ধরনের পণ্য ও শিল্প উপকরণ বিক্রি কমেছে। শীর্ষ প্রযুক্তি বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ক্যানালিসের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। সাশ্রয়ী গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনে ভর করে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা কোম্পানি স্যামসাংয়ের বাজার হিস্যা দাঁড়িয়েছে ২১ শতাংশ। দক্ষিণ কোরিয়াভিত্তিক স্মার্টফোন জায়ান্টটির বিক্রি হয়েছে প্রায় ছয় কোটি ইউনিট। এখনো আইফোন ১৩-এর উচ্চচাহিদায় দ্বিতীয় স্থানে থাকা অ্যাপলের বাজার হিস্যা ১৭ শতাংশ। প্রথম প্রান্তিকে ৩১ কোটির বেশি স্মার্টফোন বিক্রি হলেও দ্বিতীয় প্রান্তিকে তা ২৭ কোটি ৫০ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকে স্মার্টফোন বিক্রি হয়েছিল ৩১ কোটি ৬০ লাখ ইউনিট।

সাংহাই, কুনশানসহ চীনের বাণিজ্য কেন্দ্রগুলোয় কয়েক মাসের লকডাউনের ধাক্কায় শীর্ষ এ স্মার্টফোন বাজারে স্মার্টফোন ও পিসি বিক্রি কমেছে। শাওমি, অপো ও ভিভোর মতো চীনা ব্র্যান্ডগুলোর বিক্রিতে দুই অংকের সংকোচন হয়েছে। তবে ভারত, আফ্রিকা ও পূর্ব ইউরোপের বাজারে ভর করে চীনা এ তিন ব্র্যান্ডের বৈশ্বিক বাজার হিস্যা যথাক্রমে ১৪, ১০ ও ৯ শতাংশ।

ক্যালিফোর্নিয়াভি ্তিক সংস্থাটির বিশ্লেষক টবি ঝু বলেন, গ্রাহক চাহিদা হ্রাস পুরো স্মার্টফোন সরবরাহ চেইনের জন্যই উদ্বেগের বিষয় হিসেবে দাঁড়িয়েছে। যন্ত্রাংশ সরবরাহ ও ব্যয় বৃদ্ধির চাপ কমলেও কয়েকটি উদীয়মান বাজারের লজিস্টিকস ও উৎপাদন খাতে শঙ্কা রয়ে গেছে।

বণিক বার্তা