মূদ্রাস্ফীতি বলতে কোনো দেশের অর্থনীতিতে মুদ্রার সরবরাহ বৃদ্ধি তথা মুদ্রার অবমূল্যায়নকেই বোঝানো হয়। অর্থাৎ, কোনো দেশের অর্থনীতিতে যখন মুদ্রার সরবরাহ বাড়ে কিন্তু একই সময়ে পণ্য ও সেবার সরবরাহ অপরিবর্তিত থাকে তখনই মূল্যস্ফীতি হয়। আর এই মূল্যস্ফীতি থেকেই মুদ্রাস্ফীতি ঘটে।

ইউরোপের অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ জার্মানিতে বার্ষিক মুদ্রাস্ফীতির হার গত মে মাসে বেড়ে ৭ দশমিক ৯ শতাংশ হয়েছে। যা জার্মানির ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ।

৪০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে যুক্তরাজ্যে। দেশটিতে এক বছরে খাদ্যদ্রব্যের দাম বেড়েছে প্রায় ৭ শতাংশ।

বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণ কি?
বিশ্বব্যাপী দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পেছনে কি কি কারণ আছে তা জানার চেষ্টা করেছে রিউমর স্ক্যানার টিম। বিষয়টি বিস্তর পর্যালোচনার পর আমরা যেই কারণগুলো জানতে পেরেছি তার মধ্যে উল্লেখযোগ্য হলোঃ-

কোভিড-১৯ মহামারির কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দা।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের আমদানি-রপ্তানিতে ব্যাঘাত।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে বন্যা, খরা ও ঝড়সহ নানা প্রাকৃতিক দূর্যোগের কারণে বিশ্বজুড়ে খাদ্যশস্য উৎপাদন হ্রাস।
নিজ দেশে পণ্য সরবরাহ ঠিক রাখতে বৃহৎ রপ্তানিকারক দেশগুলো কর্তৃক পণ্য রপ্তানি নিষিদ্ধ।