আবারো সংকোচনে পড়েছে চীনের শিল্পোৎপাদন কার্যক্রম। কভিডের স্থবিরতা কাটিয়ে পুনরুদ্ধারের সময়ে ফের প্রতিবন্ধকতায় পড়েছে খাতটি। আগের মাসে ঊর্ধ্বমুখী হওয়ার পর জুলাইয়ে কার্যক্রম অপ্রত্যাশিতভাবে সংকুচিত হয়েছে। কারণ হিসেবে খাতসংশ্লিষ্টরা বলছেন, কভিডের নতুন সংক্রমণ এবং অন্ধকারাচ্ছন্ন বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এ খাতের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। গতকাল প্রকাশিত একটি সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস (এনবিএস) জানিয়েছে, ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) জুলাইয়ে ৪৯ পয়েন্টে নেমেছে। এ হার গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন। জুনেও এ হার ৫০ দশমিক ২ পয়েন্টে ছিল। রয়টার্সের জরিপে বিশ্লেষকরা জুলাইয়ে ৫০ দশমিক ৪ পয়েন্টের পূর্বাভাস দিয়েছিলেন। যদিও বেসরকারি কাইশিন/মার্কিট ম্যানুফ্যাকচারিং পিএমআই জুনে ৫১ দশমিক ৭ পয়েন্টের কথা জানানো হয়েছিল। জুনে টানা চার মাস পর প্রথমবারের মতো এ খাতের কার্যক্রম সম্প্রসারিত হয়। চীনের প্রধান শহরগুলোয় কভিডজনিত লকডাউনের কারণে এ পরিস্থিতির তৈরি হয়েছিল। ৫০ পয়েন্টের নিচে পিএমআই সংকোচন এবং এর ওপরে প্রসারিত হওয়ার ইঙ্গিত দেয়।

এনবিএসের জ্যেষ্ঠ পরিসংখ্যানবিদ ঝাও শিং এক বিবৃতিতে বলেন, চীনে অর্থনৈতিক সমৃদ্ধির মাত্রা কমে গিয়েছে। পুনরুদ্ধারের ভিত্তি আরো শক্তিশালী করা প্রয়োজন। পেট্রল, রান্নার তেল ও লৌহসংশ্লিষ্ট ধাতুর মতো জ্বালানিনির্ভর শিল্প ক্রমেই সংকুচিত হচ্ছে। জুলাইয়ের পিএমআই কমাতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এ খাতগুলো।

বণিক বার্তা