চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) হংকংয়ের মোট দেশজ উৎপাদন (জিডিপি) সংকুচিত হয়েছে। সম্প্রতি শহরটির অর্থ সচিব পল চ্যান এ তথ্য নিশ্চিত করেছেন। এক ব্লগে পল চ্যান বলেন, দ্বিতীয় প্রান্তিকে গত বছরের একই সময়ের তুলনায় জিডিপি কমেছে। তবে জিডিপি বছরের প্রথম তিন মাসের তুলনায় বেশি ছিল। স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম প্রান্তিকে জিডিপি উল্লেখযোগ্য হারে কমেছে। এজন্য চীনের করোনা সংক্রমণ ও এর ফলে লকডাউন পরিস্থিতিকে দায়ী করা হচ্ছে। এদিকে হংকংয়ের আর্থিক পরিস্থিতির উন্নয়নের পথে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে সুদহার বৃদ্ধি, সীমান্তের বিধিনিষেধ ও বৈশ্বিক অর্থনীতির শ্লথগতির প্রভাব। এ বিষয়ে পল চ্যান জানান, শহরের রফতানি, ব্যয় ও বিনিয়োগ যুক্তরাষ্ট্র ও ইউরোপে সুদহার বাড়ার কারণে ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে। ডিবিএস গ্রুপ হোল্ডিংসের অর্থনীতিবিদ স্যামুয়েল সে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে শূন্য দশমিক ৬ শতাংশ জিডিপি কমার পূর্বাভাস দিয়েছেন। যদিও এপ্রিলে খুচরা বিক্রি অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী ছিল। একই সঙ্গে বেসরকারি খাতের প্রবৃদ্ধির পূর্বাভাসও বেড়েছে।
[IMG]http://forex-bangla.com/customavatars/1914780071.jpg[/IMG]