সেমিকন্ডাক্টর স্বল্পতার কারণে গত কয়েক মাসে ধুঁকছে শিল্পোৎপাদন খাত। সম্প্রতি স্মার্টফোন ও ব্যক্তিগত কম্পিউটার খাতে চিপস্বল্পতা প্রশমিত হলেও গাড়ি নির্মাতাদের জন্য এখনো উদ্বেগের কারণ হিসেবে রয়ে গিয়েছে। সম্প্রতি নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

পিসি চিপের চাহিদা কমার কারণে দ্বিতীয় প্রান্তিকে আয় কমেছে মার্কিন চিপ নির্মাতা ইন্টেলের। বলা যায়, ২০১৭ সালের পর নিট লোকসান গুনেছে কোম্পানিটি।

বিশ্লেষকরা বলছেন, দীর্ঘদিন সেমিকন্ডাক্টর শিল্প সরবরাহ চেইন সংকটের মধ্য দিয়ে গিয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় এর উৎপাদন যেমন চূড়ায় পৌঁছেছে তেমনি বিভিন্ন সংকটের কারণে চাহিদামাফিক উৎপাদন করা কঠিন ঠেকেছে। সেমিকন্ডাক্টর শিল্পে অস্থিরতার প্রভাব পড়েছে স্মার্টফোন, ব্যক্তিগত কম্পিউটার খাতে। সাম্প্রতিক মূল্যস্ফীতিতে বিশ্বব্যাপীই ভোক্তা ব্যয় কমেছে। ক্যানালিসের উপাত্তে দেখা গিয়েছে, এপ্রিল-জুন প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি ৯ শতাংশ কমেছে। অন্যদিকে ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) উপাত্তে দেখা গিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক পিসি বিক্রি ১৫ শতাংশ কমেছে।

এদিকে যুক্তরাষ্ট্রভিত্ িক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান গার্টনার গত জুলাইয়ে এক পূর্বাভাসে জানায়, সেমিকন্ডাক্টর খাতের বৈশ্বিক আয় প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৪ শতাংশ। আগের পূর্বাভাসে ১৩ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছিল। তবে বেশ আশাবাদী ছিল শীর্ষ নির্মাতা কোম্পানি টিএসএমসি। তৃতীয় প্রান্তিকে ৩০ শতাংশ প্রবৃদ্ধির আশা করছে তাইওয়ানভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্টটি। কিন্তু বিশ্বমঞ্চে অনাকাঙ্ক্ষিত পটপরিবর্তনে যে বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে ইউক্রেন যুদ্ধ তার স্পষ্ট উদাহরণ। এদিকে যুক্তরাষ্ট্রের হাউজ স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরকে কেন্দ্র করে ওয়াশিংটন-বেইজিং উত্তেজনায় নতুন রূপ পেয়েছে। এতে গতকাল টিএসএমসির শেয়ারদর ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে।

বণিক বার্তা