ইউক্রেনে আগ্রাসনের পরে রাশিয়ার বিস্তৃত খাতে নিষেধাজ্ঞা আাারোপ করে পশ্চিমা দেশগুলো। বিশ্ব অর্থনীতি থেকে মস্কোকে বিচ্ছিন্ন করতে নানামুখী পদক্ষেপ নেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে দেশটিতে কার্যক্রম পরিচালনা করা পশ্চিমা ব্যাংক ও জ্বালানি থেকে রিটেইল পর্যন্ত প্রতিষ্ঠান কার্যক্রম স্থগিত কিংবা ব্যবসা বিক্রি করে বেরিয়ে আসছে। এ পদক্ষেপ ঠেকাতে সংস্থাগুলোর রুশ সম্পদ বাজেয়াপ্ত করার ঘোষণা দিয়েছিল ক্রেমলিন। এবার ব্যাংক ও জ্বালানি খাতের পশ্চিমা বিনিয়োগকারীদের ব্যবসা বিক্রি বন্ধে নিষেধাজ্ঞা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে আক্রমণের পর থেকেই জাপানসহ পশ্চিমা দেশ ও মিত্ররা রাশিয়ার ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। প্রতিক্রিয়া হিসেবে পশ্চিমা ব্যবসা ও মিত্রদের রাশিয়া ছাড়তে বাধা দিয়ে প্রতিশোধ নিচ্ছে মস্কো। কিছু ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর সম্পদও বাজেয়াপ্ত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় মস্কো বন্ধুত্বহীন দেশগুলোর বিনিয়োগকারীদের মূল জ্বালানি প্রকল্প ও ব্যাংকগুলোর অংশীদারত্ব বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে। চলতি বছরের শেষ পর্যন্ত এটি কার্যকর থাকবে।

সম্প্রতি প্রকাশিত ও ভ্লাদিমির পুতিন স্বাক্ষরিত এ ডিক্রি অবিলম্বে কার্যকরের কথা বলা হয়েছে। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া এবং এতে সমর্থনকারী দেশগুলোর বিনিয়োগকারীদের লক্ষ্য করে এটি জারি করা হয়েছে। এক্ষেত্রে তারা প্রডাকশন শেয়ারিং এগ্রিমেন্ট (পিএসএ), ব্যাংক, জ্বালানি সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের অংশীদারত্ব থেকে শুরু করে জ্বালানি তেল, গ্যাস, কয়লা ও নিকেল পর্যন্ত প্রতিষ্ঠানের অংশীদারত্ব বিক্রি করতে পারবে না।

বণিক বার্তা