ভিয়েতনামে ২০২৩ সালের মধ্যে সেমিকন্ডাক্টর যন্ত্রাংশ তৈরি করবে স্যামসাং। নিজেদের শিল্পোৎপাদন খাতে বৈচিত্র্য আনার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিশ্বের বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি।

নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় থাই এনগুইয়েন প্রদেশে স্যামসাংয়ের ইলেকট্রো-মেকানিকস কারখানায় বল গ্রিড অ্যারে বা বিজিএ হিসেবে পরিচিত চিপ ক্যারিয়ার নির্মাণের পরীক্ষা চলছে। শিগগিরই গণ উৎপাদনে যাবে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি।

সেমিকন্ডাক্টর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের তীব্র প্রতিদ্বন্দ্বিতা সরবরাহ চেইনে বড় আকারের পরিবর্তন আসছে। টেক্সাসে ১ হাজার ৭০০ কোটি ডলার ব্যয়ে একটি ফাউন্ড্রি চিপ কারখানা স্থাপনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে স্যামসাং। এছাড়া চীনেও কার্যক্রম সম্প্রসারণের চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।


তবে চিপ খাতে ভিয়েতনাম অনেকটা দ্বিতীয় সারির দলের সদস্য, যেখানে রয়েছে জাপান ও ইউরোপের মতো সদস্য। ভিয়েতনামে ইন্টেলের সর্ববৃহৎ টেস্ট অ্যান্ড অ্যাসেম্বলি সাইট রয়েছে, কিন্তু ২০০৬ সালে যাত্রার পর এখনো অন্য কোনো পরিষেবায় নজর দেয়নি মার্কিন চিপ জায়ান্টটি। মার্ভেল টেকনোলজি ও সিউল সেমিকন্ডাক্টরের মতো কোম্পানিও ভিয়েতনামে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বণিক বার্তা