ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের ফোর্ড গাড়ির কারখানা কিনে নিচ্ছে টাটা মোটরস। ৭২৬ কোটি রুপি বা ৯ কোটি ১৫ লাখ ডলারে এ অধিগ্রহণ সম্পন্ন হবে। গত রোববার প্রতিষ্ঠান দুটির মধ্যে এ বিষয়ে চুক্তি হয়।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে গাড়ি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নিয়েছে ভারতীয় প্রতিষ্ঠানটি। অন্যদিকে লোকসান এড়াতে ভারত ছাড়ছে মার্কিন গাড়ি নির্মাতা।

টাটার বৈদ্যুতিক যানবাহনের সহায়ক সংস্থা ও ফোর্ডের চুক্তির মধ্যে ভারতীয় ইউনিটের জমি, যন্ত্রপাতি ও যোগ্যতাসম্পন্ন সব কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছেন।

দুই দশকের বেশি সময় ধরে ভারতের বাজারে মুনাফার জন্য লড়াই করে গত বছর উৎপাদন বন্ধ করে দেয় ফোর্ড। দেশটির যানবাহনের বাজারে তাদের হিস্যা ছিল ২ শতাংশেরও কম। সর্বশেষ দশকে ক্ষতির পরিমাণ ছিল ২০০ কোটি ডলার।

টাটা মোটরসের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, এ অধিগ্রহণ সঠিক সময়ে হয়েছে এবং সব পক্ষের জন্য লাভজনক।

বণিক বার্তা