চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রুশ অর্থনীতি ৪ শতাংশ সংকুচিত হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) নিম্নমুখী হয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইউক্রেনে আগ্রাসন চালানোর পর থেকেই নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে মস্কো।

রুশ পরিসংখ্যান সংস্থা ফেডারেল স্টেট স্ট্যাটিসটিকস সার্ভিস (রোসস্ট্যাট) অর্থনীতি সংকুচিত হওয়ার তথ্য জানালেও বিস্তারিত কোনো বর্ণনা দেয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, ভোক্তা চাহিদায় পতন এবং নিষেধাজ্ঞার প্রভাবে রুশ জিডিপি কমে গিয়েছে।

ইউক্রেনে আক্রমণ শুরুর প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের মিত্র দেশগুলো রাশিয়ার জ্বালানি ও আর্থিক খাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বিদেশে থাকা দেশটির রিজার্ভ আটকে গিয়েছে এবং পশ্চিমা প্রতিষ্ঠানগুলো দেশটি থেকে কার্যক্রম গুটিয়ে নিচ্ছে।

রাশিয়ার বৃহত্তম আঞ্চলিক ব্যাংক সিনেরা ইনভেস্টমেন্ট ব্যাংকের অর্থনীতিবিদ সের্গেই কোনিগিন বলেন, জুনের তথ্য থেকে বোঝা যায় যে, কিছু শিল্পের পরিস্থিতি স্থিতিশীল হওয়ার কারণে রুশ অর্থনীতির সংকোচন গুরুতর হয়নি। দ্বিতীয় প্রান্তিকে জিডিপি সংকোচন প্রত্যাশিত হিসেবে গভীর ছিল না।

বণিক বার্তা