এপ্রিল থেকে জুনে জাপানের অর্থনীতি আগের প্রান্তিকের তুলনায় শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। গত মার্চে কভিডজনিত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর ভোক্তাব্যয় বেড়ে যাওয়াতেই এ প্রবৃদ্ধি দেখছে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি। খবর মাইনিচি।

এর আগে জানুয়ারি-মার্চ প্রান্তিকে জাপানের প্রকৃত জিডিপি সমতল হারে প্রসারিত হয়েছিল।

এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিকে দেশটির অর্থনীতি বাড়ল। দেশটির কেবিনেট অফিসের প্রাথমিক তথ্যে এসব কথা জানানো হয়েছে।

জাপানের মোট জিডিপির অর্ধেকটা আসে ভোক্তাব্যয় থেকে। এ সময়ে সেটা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। টানা তৃতীয় প্রান্তিকে বেড়েছে সেটাও। গত মার্চে জাপানে কভিড-১৯ সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর দেশজুড়ে বাইরে খেতে যাওয়া এবং ভ্রমণের সংখ্যা বেড়েছে। সংক্রমণের হার নিম্নগামী থাকায় একই রকমের পরিস্থিতি দেখা গিয়েছে টোকিও ও ওসাকাতেও।

মূলধন বিনিয়োগও দেশটির অভ্যন্তরীণ চাহিদার আরেকটি মূল স্তম্ভ। সেটাও বৃদ্ধি পেয়েছে ১ দশমিক ৪ শতাংশ। তথ্য বলছে, যেটা আগের প্রান্তিকে সংকুচিত হয়েছিল শূন্য দশমিক ৩ শতাংশ।

বণিক বার্তা