১৯৫১ সালের পর জার্মানিতে মূল্যস্ফীতির হার প্রথমবারের মতো দুই অংকে পৌঁছতে পারে। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, একই সঙ্গে অর্থনৈতিক মন্দার আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সুদহার বাড়ানোর প্রয়োজন হতে পারে বলে জানান দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কর্মকর্তা জোয়াকিম নাগেল।

বুনদেসব্যাংকের প্রেসিডেন্ট বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জের ধরে বিশ্ববাজারে জ্বালানির দাম অব্যাহতভাবে ঊর্ধ্বমুখী রয়েছে। এরই ধারাবাহিকতায় এ বছরের শেষ নাগাদ দেশটিতে মূল্যস্ফীতির হার ১০ শতাংশের বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী বছরও মূল্যস্ফীতির হার ঊর্ধ্বমুখী থাকতে পারে। মূল্যস্ফীতির হার গত ৭০ বছরের সর্বোচ্চে পৌঁছতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

জোয়াকিম নাগেল জানান, আগামী বছরও মূল্যস্ফীতির সমস্যা থাকবে। সরবরাহ প্রতিবন্ধকতার পাশাপাশি ভূরাজনৈতিক অস্থিরতাও থাকার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে গ্যাস সরবরাহ আশঙ্কাজনকভাবে কমিয়েছে রাশিয়া। ফলে প্রত্যাশাকে ছাড়িয়ে বেড়েছে বিদ্যুতের দাম। এরই মধ্যে দেশটিতে বিদ্যুতের দাম নতুন রেকর্ড গড়েছে। গত বছরের তুলনায় এ বছর বিদ্যুতের দাম সাত গুণ বেশি রয়েছে।

বণিক বার্তা