ক্রমবর্ধমান রয়েছে পণ্য ও সেবার দাম। প্রকট হচ্ছে জ্বালানি সংকট। এ অবস্থায় আগামী বছরের শুরুতে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ১৮ শতাংশে উন্নীত হবে বলে পূর্বাভাস দিয়েছে সিটিগ্রুপ। মার্কিন বিনিয়োগ ব্যাংকটি জনিয়েছে, ২০২৩ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভোক্তা মূল্যসূচক ১৮ শতাংশে পৌঁছবে। পাশাপাশি এ সময়ে খুচরা মূল্যসূচক ২১ শতাংশে উন্নীত হবে।

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, পূর্ববর্তী পূর্বাভাসের তুলনায় সিটির আশঙ্কা উল্লেখযোগ্যভাবে বেশি। চলতি মাসের শুরুতে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছিল, বছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ১৩ শতাংশে পৌঁছবে বলে মনে করা হচ্ছে। যখন থিংকট্যাংক রেজল্যুশন ফাউন্ডেশন পূর্বাভাস দিয়েছে, ২০২৩ সালের প্রথম দিকে মূল্যস্ফীতি ১৫ শতাংশে পৌঁছতে পারে।

সর্বশেষ যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ১৮ শতাংশে পৌঁছেছিল ১৯৭৬ সালে। সে সময় জ্বালানি তেল সরবরাহ নিয়ে সংকট বিশ্ব অর্থনীতিতে স্থবিরতা সৃষ্টি করেছিল।

সিটির প্রধান ব্রিটিশ অর্থনীতিবিদ বেঞ্জামিন নাবারো বলেন, যুক্তরাজ্যে গত সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের দাম যথাক্রমে ২৫ শতাংশ ও ৭ শতাংশ বেড়েছে। এর পরই আমরা পূর্বাভাস হালনাগাদ করেছি।

বণিক বার্তা