চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারে প্রিমিয়াম স্মার্টফোন বিক্রি ১০ শতাংশ কমেছে। তবে সার্বিক স্মার্টফোন বাজারে এ সেগমেন্টের হিস্যা বেড়ে ৩৩ শতাংশে দাঁড়িয়েছে। গত বছরের একই প্রান্তিকে চীনে স্মার্টফোন বাজারে প্রিমিয়াম সেগমেন্টের হিস্যা ছিল ৩১ শতাংশ। কাউন্টারপয়েন্ট রিসার্চের সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

খুচরা বাজারে ৪০০ ডলারের বেশি মূল্যের স্মার্টফোন প্রিমিয়াম সেগমেন্টের আওতাভুক্ত। এ সেগমেন্টকেও তিন ভাগে ভাগ করা হয়—সাশ্রয়ী প্রিমিয়াম, প্রিমিয়াম ও আলট্রা প্রিমিয়াম। ৪০০ থেকে ৫৯৯ ডলার মূল্যের স্মার্টফোন সাশ্রয়ী প্রিমিয়ামের আওতায় পড়ে। ৬০০ থেকে ৭৯৯ ডলারের স্মার্টফোন প্রিমিয়াম এবং ১ হাজার ডলার এবং তার বেশি দামের ফোন আলট্রা প্রিমিয়ামের আওতায় পড়েছে।

প্রিমিয়াম সেগমেন্ট নিয়ে কাউন্টারপয়েন্ট রিসার্চের বিশ্লেষক মেংমেং ঝ্যাং বলেন, কভিড-১৯ মহামারীর ধাক্কা সামলে ২০২০ সালের দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে শুরু করে চীনের স্মার্টফোন বাজার। ২০২১ সালের প্রথম প্রান্তিকে সর্বোচ্চ বিক্রির পর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে দশকের সর্বনিম্নে দাঁড়ায়। এতে ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে প্রিমিয়াম সেগমেন্টেও বিক্রিতে পতন হয়। মূলত চীনের কয়েকটি শহরে আরোপিত লকডাউনের কারণে এতে প্রভাব পড়েছে। প্রিমিয়াম সেগমেন্টের গ্রাহক মূলত শহরে অবস্থান করায় ওই লকডাউনে ফোন কেনাকাটা কমিয়েছে।

তবে সার্বিক স্মার্টফোন বিক্রি কমলেও আলট্রা প্রিমিয়াম সেগমেন্টে চাঙ্গা বিক্রি অ্যাপলের। চীনে ১ হাজার ডলার বা তার চেয়ে বেশি দামের আইফোন বিক্রি ১৪৭ শতাংশ বেড়েছে। এ সেগমেন্টে স্যামসাংয়ের বিক্রিও ১৩৩ শতাংশ বেড়েছে। বিশ্লেষক ঝ্যাং মনে করেন, চীনা প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ের বাজার হিস্যা হ্রাস এবং পিছিয়ে পড়ার সুযোগ নিয়েছে শীর্ষ এ ব্র্যান্ড দুটি।

বণিক বার্তা