চলতি বছরের প্রথমার্ধে ইভি ও হাইব্রিড গাড়ি বিক্রিতে প্রথমবারের মতো শীর্ষে উঠেছে বিওয়াইডি। ইভি বাজারে আধিপত্য করে আসা টেসলাকে ছাড়িয়ে গিয়েছে চীনা ইভি নির্মাতা প্রতিষ্ঠানটি। এ সময়ে সংস্থাটির গাড়ি বিক্রি ৩০০ শতাংশ বেড়েছে। বিক্রি বাড়ায় এ সময়ে সংস্থাটি রেকর্ড পরিমাণ মুনাফা পেয়েছে।

এসসিএমপির খবরে বলা হয়েছে, জানুয়ারি-জুন সময়ে বিওয়াইডির মুনাফা ৩৬০ কোটি ইউয়ানে (৫২ কোটি ডলার) উন্নীত হয়েছে। এ মুনাফার পরিমাণ গত বছরের প্রথমার্ধে ১১৭ কোটি ইউয়ানের তুলনায় তিন গুণ। এ সময়ে সংস্থাটি আয় ৬৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ হাজার ৫০০ কোটি ইউয়ানে পৌঁছেছে। সংস্থাটির শেয়ারপ্রতি মুনাফা দাঁড়িয়েছে ১ দশমিক ২৪ ইউয়ানে (১৮ সেন্ট)। যেখানে ব্লুমবার্গের জরিপে বিশ্লেষকরা শেয়ারপ্রতি দশমিক ৪২ ইউয়ান মুনাফার পূর্বাভাস দিয়েছিলেন।

চীনের কভিডজনিত কঠোর লকডাউনে বিওয়াইডির গাড়ি উৎপাদনও ব্যাহত হয়েছে। মার্চ ও মে মাসে দুটি প্রধান গাড়ি উৎপাদনের ঘাঁটি সাংহাই ও চ্যাংচুনে আংশিকভাবে উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছিল। তবে এ প্রতিবন্ধকতা সত্ত্বেও বছরের প্রথমার্ধে রেকর্ড মুনাফার দেখা পেয়েছে প্রতিষ্ঠানটি।

কম মূল্যের মডেল দিয়ে চলতি বছরের প্রথমার্ধে বাজার হিস্যা বাড়িয়ে তুলেছে বিওয়াইডি। এ সময়ে তিন লাখ ইউনিটেরও বেশি প্লাগ-ইন হাইব্রিড বিক্রি করেছে বিওয়াইডি। ইভি ও হাইব্রিড মিলিয়ে প্রতিষ্ঠানটি বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রিতে বিশ্বের শীর্ষস্থান দখলে নিয়েছে।

ইউয়ান প্লাস স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) ও ডলফিন সাবকমপ্যাক্টসহ সংস্থাটির ইভি লাইনআপের মূল্য ১-২ লাখ ইউয়ানের (১৫-৩০ হাজার ডলার) মধ্যে সীমাবদ্ধ। তুলনামূলক কম মূল্য তরুণ গাড়ি ক্রেতাদের আকৃষ্ট করতে সহায়তা করেছে।

বণিক বার্তা