ফরেক্স মার্কেটে একটি কমন সমস্যা হলো যখন আমরা একটি বা দোটো ট্রেড লস করি তখন আমরা নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি।কেন আমরা এই পরিনিতির শিকার হই।একবার খুজে বের করার চেষ্টা করছি কি।না আমরা এটাকে কমন ভাবে মেনে নিয়েছি।যে এই বার ভুল হয়েছে আর এই ধরনের ভুল হবে না।কিন্তু কিছুই পর দেখা যায় আমরা এই ভুলগুলো বারবার করে থাকি।আর এভাবেই একের পর এক একাউন্ট্ লস করে থাকি।আর এই সব কিছু ঘটার মূলে দুটি জিনিস কাজ করে।একটি হলো লোভ দ্বিতীয় টি হল কম মূলধন।কারন আমাদের মত ট্রেডার সচারচো পঞ্চাশ বা একশত ডলার নিয়ে ট্রেড করি।আর যদি মানিমেনেজমেন্ট করে ট্রেড করি তাহলে আমার প্রফিটের পরিমাণ খুব কম হবে।আর এই জন্যই লোভে পরে অভার লটে ট্রেড করে একাউন্ট্ বারবার জিরো করি।