৪ হাজার ৪০০ কোটি ডলারে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার অধিগ্রহণ প্রস্তাব, ভুয়া অ্যাকাউন্ট নিয়ে বিরোধ ও মামলার ঘটনায় টুইটারকে নির্দিষ্ট কিছু তথ্য মাস্কের কাছে সরবরাহের নির্দেশ দিয়েছিলেন আদালত। এবার আদালতের কাছে পাল্টা আবেদন করেছে টুইটার। ২০২২ সালের প্রথম ছয় মাসে মাস্কের সব টেক্সট মেসেজ হস্তান্তরে বিচারকের কাছে আবেদন জানিয়েছে প্লাটফর্মটি। খবর গিজচায়না ও বিজনেস স্ট্যান্ডার্ড।

আবেদনের পরিপ্রেক্ষিতে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি জানায়, মামলায় সাক্ষ্য দেয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এ ধনী ও টেসলাপ্রধান কোনো সহযোগিতা করছেন না। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমটি জনগণের পক্ষে ডেলাওয়ারের একটি আদালতে এ আবেদন করে। পাশাপাশি মাস্ক ও তার আইনজীবীদের নিষিদ্ধের আবেদনও জানানো হয়।

আদালতে দাখিল করা আবেদনে ডেলাওয়ারের চ্যান্সেরি জজ ক্যাথালিন ম্যাককরমিক যেন ইলোন মাস্ককে ১ জানুয়ারি থেকে ৮ জুলাই পর্যন্ত সব টেক্সট মেসেজ হস্তান্তরের নির্দেশ দেন সে বিষয়টি জানানো হয়। এছাড়া মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি ইলোন মাস্কের অন্যতম সহযোগী জ্যারেড বার্চালের কাছ থেকেও একই সময়ের টেক্সট মেসেজ রেকর্ড সরবরাহের নির্দেশ দেয়ার কথা জানায়। বার্চাল মাস্কের ফ্যামিলি অফিস পরিচালনা করেন। গুঞ্জন রয়েছে, টুইটার অধিগ্রহণে অর্থায়নে তিনি গভীরভাবে সম্পৃক্ত।

টুইটারের আইনজীবীর দাবি, মাস্ক ও তার আইনজীবীরা ভালোভাবে মামলা পরিচালনায় সহযোগিতা করতে ব্যর্থ। আগামী ১৭ অক্টোবর ডেলাওয়ারের উইলমিংটনে মামলার শুনানির আগে টুইটার ও ইলোন মাস্ক শতাধিক ব্যাংক, হেজ ফান্ড ও ব্যক্তিকে আদালতে উপস্থিত হতে বলেছেন।

বণিক বার্তা