কভিডজনিত প্রতিবন্ধকতা সত্ত্বেও টানা দ্বিতীয় মাসের মতো জুলাইয়ে জাপানের পারিবারিক ব্যয় ঊর্ধ্বমুখী রয়েছে। ডলারের বিপরীতে ইয়েনের বিনিময় হার ২৪ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোয় মূল্যস্ফীতির চাপ বাড়ছে। এ অবস্থায় পারিবারিক ব্যয় বাড়লেও এ খাতের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

মাইনিচি প্রকাশিত এক প্রতিবেদেন বলা হয়, এ সময়ে দেশটির প্রকৃত মজুরি থেকে শুরু করে সেবা খাতের কার্যক্রম সংকুচিত হয়েছে। চলতি সপ্তাহের তথ্য-উপাত্তে ব্যক্তিগত খরচে স্থবিরতা দেখা গিয়েছে।

শিনকিন সেন্ট্রাল ব্যাংক রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ তাকুমি সুনোদা বলেন, মজুরি বৃদ্ধি ছাড়াই পণ্যের মূল্যবৃদ্ধি পাওয়ায় আগামী ছয় মাসে দেশটির ভোক্তা ব্যয় পুনরুদ্ধার করা কঠিন হবে।

সম্প্রতি প্রকাশিত সরকারি এক উপাত্তে বলা হয়েছে, জুলাইয়ে জাপানের পারিবারিক ব্যয় আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেড়েছে। কিন্তু অর্থনীতিবিদদের পূর্বাভাসের চেয়ে এ হার কিছুটা কম। পূর্বাভাসে ৪ দশমিক ২ শতাংশের কথা বলা ছিল। জুনেও দেশটির পারিবারিক ব্যয় বাড়ার হার ছিল ৩ দশমিক ৫ শতাংশ। এক মাস আগের তুলনায় জুলাইয়ে পারিবারিক ব্যয় কমেছে ১ দশমিক ৪ শতাংশ। যদিও অর্থনীতিবিদরা দশমিক ৬ শতাংশ কমার পূর্বাভাস দিয়েছিলেন।

বণিক বার্তা