বিশ্বব্যাপী নতুন ১০টি বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের মডেল চালুর পরিকল্পনা করেছে হোন্ডা মোটর করপোরেশন। আগামী তিন বছরের মধ্যে এ মডেলগুলো বাজারে আনবে জাপানি প্রতিষ্ঠানটি। এ পদক্ষেপের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে মোটরসাইকেলে কার্বন নিরপেক্ষতা অর্জন করতে চায় হোন্ডা।

রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক মোটরসাইকেল ব্যবসায় আধিপত্য বজায় রেখেছে হোন্ডা। তবে উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোয় বিদ্যুচ্চালিত মোটরসাইকেল উৎপাদন স্থানান্তর করতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যুচ্চালিত মোটরসাইকেলে স্থানান্তরিত হওয়া মানে ভারী যানবাহন এবং এর মূল্য ঊর্ধ্বমুখী হওয়া। এ কারণগুলো উন্নয়নশীল বাজারে মোটরসাইকেলের ভোক্তা আকর্ষণে বাধা সৃষ্টি করছে।


২০২৫ সালের মধ্যে ১০টির অধিক নতুন বিদ্যুচ্চালিত মোটরসাইকেলের মডেল চালু করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় হোন্ডা। একই সঙ্গে আগামী পাঁচ বছরে বার্ষিক ১০ লাখ বিদ্যুচ্চালিত মোটরসাইকেল বিক্রির লক্ষ্যও রয়েছে প্রতিষ্ঠানটির।

বণিক বার্তা