অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন বেড়েছে। গত মাসে উত্তোলনের পরিমাণ দাঁড়ায় দৈনিক ৭ লাখ ৯০ হাজার ব্যারেলে। আর উত্তোলন বাড়াতে প্রধান প্রভাবকের ভূমিকা পালন করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি (আইইএ)।

জ্বালানি তেলের বাজারবিষয়ক ওই প্রতিবেদনে বলা হয়, রফতানিকারক দেশগুলোর জোট ওপেকের সদস্য দেশ নাইজেরিয়ায় সম্প্রতি জ্বালানি তেল উত্তোলন তলানিতে নেমেছে। মূলত বিনিয়োগ স্বল্পতা ও পাইপলাইন থেকে চুরির কারণে দেশটি উত্তোলন বাড়াতে পারছে না, পূরণ করতে পারছে না জোটের বেঁধে দেয়া কোটাও। এ পরিস্থিতিতে বৈশ্বিক উত্তোলন কমে যাওয়ার আশঙ্কা ছিল। কিন্তু সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাতে ভারসাম্য এনেছে। এদিকে ওপেকের বাইরে এবং ওপেক প্লাসের সদস্য রাশিয়া ও কাজাখস্তানের উত্তোলনও গত মাসে কমেছে বলে জানিয়েছে আইইএ।

সংস্থাটি বলছে, গত মাসে বাড়লেও চলতি বছরের শেষ নাগাদ অপরিশোধিত জ্বালানি তেলের বৈশ্বিক উত্তোলন কমে যেতে পারে। আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত উত্তোলন বাড়বে মাত্র দৈনিক ২ লাখ ৮০ হাজার ব্যারেল। মোট উত্তোলনের পরিমাণ দাঁড়াবে দৈনিক ১০ কোটি ১৬ লাখ ব্যারেলে।

বণিক বার্তা