ইউটিউবে নতুন আপলোড করা ভিডিওর মাধ্যমে ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। গবেষকদের তথ্যানুযায়ী, নতুন এক ক্যাম্পেইনের মাধ্যমে হ্যাকাররা তথ্য চুরিতে ব্যবহূত রেডলাইন স্টিলার ম্যালওয়্যার ছড়ানোর চেষ্টা করছে এবং এতে আলাদা পদ্ধতিও ব্যবহার করছে।
ক্যাসপারস্কির সাইবার নিরাপত্তা অভিজ্ঞরা নতুন ম্যালওয়্যারটি শনাক্ত করেছেন। ম্যালওয়্যারটি ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে প্রবেশ করে চ্যানেলে ভিডিও আপলোড করে। ভিডিওতে রেডলাইন ইনফোস্টেলার যুক্ত থাকে। ভুক্তভোগী এক কম্পিউটার গেমার দেখতে পান, একটি ভিডিওতে তার পছন্দের ফিফা, ফাইনাল ফ্যান্টাসি, ফোরজা হরাইজন, লেগো স্টার ও স্পাইডার-ম্যান গেমের ক্র্যাক, চিট কোড আছে বলে জানানো হয়। এসব চিট ও ক্র্যাক-সংবলিত লিংকগুলো ভিডিও ডেসক্রিপশনে দেয়া ছিল। মূলত লিংকে একাধিক ম্যালওয়্যার লুকানো অবস্থায় ছিল।
বান্ডেলের মধ্যে রেডলাইন স্টিলার তথ্য চুরিতে অন্যতম পরিচিত একটি ম্যালওয়্যার। এটি ভুক্তভোগীর ব্রাউজারে থাকা পাসওয়ার্ড, কুকিজ, ক্রেডিট কার্ডের বিস্তারিত তথ্য, ইনস্ট্যান্ট মেসেজিং কথোপকথন থেকে শুরু করে ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটও হাতিয়ে নিতে সক্ষম।
[IMG]http://forex-bangla.com/customavatars/795385768.jpg[/IMG]