লসের অনেক কারনই আছে, যেমন আমরা ফরেক্স মার্কেটে কেন নিয়মিত প্রফিট করতে পারি না তার অনেকগুলো কারণ রয়েছে৷ তার মধ্যে প্রধান কারণগুলো হচ্ছে আমরা যখন পিসির সামনে বসি তখন নগদ ডলারের লোভে আমাদের মন প্রচণ্ড অস্থির থাকে,আমরা খুবই তাড়াহুড়া করে এন্ট্রি করে থাকি, সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারি না,নিউজ ইম্প্যাক্ট গুলো খেয়াল করিনা,ট্রেডিং চার্টে কেন্ডেলস্টীক গুলো কি ধরনের ফর্ম বা প্যাটার্ণ তৈরি করছে সেগুলো ঠান্ডা মাথায় পরিষ্কার ভাবে লক্ষ্য করি না,ট্রেডিং চার্টে প্রাইস এই মুহূর্তে সাপোর্ট লেভেলে রয়েছে না কী রেসিসট্যান্স লেভেলে রয়েছে ? তা আস্তে ধীরে দেখিনা,অধৈর্য্য হয়ে যাই, দ্রূত ও বেশি লাভের আশায় ছোট ছোট টাইমফ্রেমে ট্রেড করতে শুরু করে দেই৷অথচ কিছুক্ষণ পরেই দেখি running ট্রেডগুলো ধীরে ধীরে লসের দিকে অগ্রসর হতে থাকে৷তখন মনে হয় লস দিয়ে কি আর ট্রেডগুলো ক্লোজ করে দিবো ? আচ্ছা একটু অপেক্ষা করি... এভাবে দেখতে দেখতে লস ক্রমশই বৃদ্ধি পেতে থাকে৷