প্রত্যেক নতুন শিক্ষানবীস ট্রেডারকে ফোরামে সময় দেওয়া অ্যাবশ্যক৷প্রতিদ ন নিয়মিত অল্প অল্প করে বিভিন্ন খুঁটিনাটি বিষয়সমুহ ফোরামে শিখুন এবং ডেমো ট্রেডে সেগুলো প্রয়োগ করুন৷ধীরে ধীরে শিখুন কোনোও তাড়াহুড়া করবেন না৷এভাবে ধীরে ধীরে একটু একটু করে শিখবেন তাহলে একসময় ট্রেডিং কৌশলগুলো ঠিকই আয়ত্ত হয়ে যাবে৷তখন সেগুলো কষ্ট করে ডেমো ট্রেডে দীর্ঘদিন ব্যাপী প্রয়োগ করুন এবং ব্যাপকভাবে বিভিন্ন সোর্স থেকে study করুন৷যতই শিখবেন ততই দক্ষ হবেন-অভিজ্ঞ হবেন৷এভাবেই মার্কেট সেন্টিমেন্ট পরিষ্কার বুঝতে পারবেন৷তখন এনালাইসিস করতে অনেক সহজ হয়ে আসবে আর তখন প্রত্যেকটি এন্ট্রী হবে লাভজনক৷